চলছে প্রবল গুলি বর্ষণ - এরই মাঝে ভারতীয় সেনা একজন পাকিস্তানি কে 72 হুরের কাছে পাঠিয়ে দিলো !

- December 24, 2017
ভারতের সাথে মুখোমুখি হয়ে কখনো জয়ী হয়নি পাকিস্তান , তাই বার বার কাপুরুষের মতো পেছন থেকে আক্রমণ করে নিজেদের বীরত্ব দেখাবার চেষ্টা করে জঙ্গিরদেশ পাকিস্তান।আবারও নিজেদের কাপুরুষতার প্রমান দিলো পাকিস্তান। 

বর্ডারে কর্মরত টহলদারি বীর সেনাদের উপর কাপুরুষের মতো আক্রমণ করে মেজর সহ চার বীর জওয়ানকে হত্যা করে পাকিস্তানী সেনারা।এর প্রতিবাদে গর্জে উঠে ভারতীয় সেনারা এবং আজ সকাল থেকে পাকিস্তানের বিভিন্ন চেকপোস্টকে টার্গেট করে গুলি বর্ষণ শুরু করে ভারতীয় বীর সেনারা। সেনা কর্তৃপক্ষ থেকে জানা গেছে আজ সকাল থেকে পাকিস্তানী চেকপোস্টের দিকে শুরু করা হয়েছে স্পেশাল এটাক এবং বেলা ১১ টায় ১ পাকিস্তানী যে ভারতীয় চেকপোস্টের দিকে তাক করছিল তাকে গুলি করে নিহত করে ভারতীয় সেনা।৪ জন ভারতীয় বীর সেনার প্রাণ যাওয়ায় শোকাহত ভারতীয়রা এর মধ্যেও ১পাকিস্তানী কে মেরে প্রতিশোধ নেওয়ার পথে ভারতীয় বীর সেনারা।  যদিও এতে শান্ত হয়নি ভারতীয় সেনা পাকিস্তানী চেকপোস্টের উপর গুলি বর্ষণ এখনো জারি রয়েছে।
 

Start typing and press Enter to search