দেখেনিন বিরাটের গোপন বিয়ের কিছু ফটো..

- December 11, 2017
অবশেসে বিয়ে হলো তাদের অনেক দিন সোনা কথা কাল পূরণ হলো,আসা করি তাদের এই নতুন জীবন খুব সুখী হবার কামনা,সুপ্রভাত এর পুরো টিমের তরফ থেকে আন্তরিক ভালবাসা রইলো,সপ্তাহখানেক সারা ভারতকে জল্পনায় রেখে ইতালির তাসকানিতে একটি কান্ট্রিসাইট রিসর্টে চার হাত এক হল ভারতীয় ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার। দীর্ঘদিনের প্রেমপর্ব শেষে অবশেষে নতুন জীবনের উদ্দেশ্যে পা বাড়ালেন তাঁরা।






 নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে বলিউড থেকে ক্রিকেট দুনিয়া, সকলে যেমন উৎসাহী হয়ে স্যোশাল মিডিয়ায় ভিড় জমিয়েছে। তেমনই সাধারণ মানুষের আগ্রহও দুই প্রিয় তারকাকে নিয়ে কম নেই। গোপনে হওয়া এই বিয়েতে বিরুষ্কা ও তাঁদের পরিবারের কিছু অদেখা ছবি দেখে নেওয়া যাক।

 

Start typing and press Enter to search