" কেরলে CPIM পোস্টারে কিম " - এই নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপির | Supravat.in

- December 17, 2017
উত্তর কোরিয়ার অত্যাচারী শাসক কিম জং এর ছবি দিয়ে পোস্টার ছাপিয়েছে কেরল সিপিএম পার্টি।সিপিএম তাদের প্রচার বেনারে  অত্যাচারী শাসক কিম জং এর ছবি দিয়ে চর্চার পরে, এই পুরো ঘটনাটি জানা যায় বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র একটি টুইট থেকে, দেখে নিন সেই টুইট


টুইটারে ছবি পোস্ট করে বিজেপি মুখপাত্রের দাবি, কেরলে সিপিএমের পোস্টারের জায়গা পেয়েছেন কিম জংএ তে অবাক হওয়ার কিছুই নেই। কেরলকে বিরোধীদের বধ্যভূমি তৈরি করে ফেলেছে ওরা। আশা করি, বামেরা এবার বিজেপি ও আরএসএস-এর দফতরে ক্ষেপণাস্ত্র মারার পরিকল্পনা করছে না।''সাম্প্রতিককালে কেরলে আরএসএস ও বিজেপি কর্মীদের উপরে হামলা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। সে রাজ্যে জন রক্ষা যাত্রাও করেছেন দলের নেতারা। অমিত শাহ ও যোগী আদিত্যনাথও ওই যাত্রায় সামিল হয়েছিলেন।এত কিছুর পর ও প্রশ্ন যে এখুন রাজনীতি করতে করতে কিছু রাজনৈতিক দল এত নিচে নেবেছে তার ফলেই এমন ঘটনা বলবেন সম্বিত নিজেই।

cource
 

Start typing and press Enter to search