বিদেশে ভারতীয় মা ছেলের লাশ নিয়ে আটকে পড়েছিলেন, তারপর সুষমা স্বরাজ যা করলেন শুনলে..।

- January 12, 2018
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ যে কতটা মমতাময়ী তা প্রত্যেক ভারতবাসীর জানা।  এই দয়ালু মনোভাবের জন্য উনাকে সবাই জানে। সম্প্রতি আবারও তিনি তাঁর দয়ালু মনোভাবের পরিচয় দিলেন।আসলে এক ভারতীয় মহিলা অস্ট্রেলিয়া থেকে ভারতে আসছিলেন,কিন্তু  KLIA এয়ারপোর্টে উনার ছেলের আচমকা মৃত্যু হয়।সেইমতো অবস্থায় এক ব্যাক্তি ওই মহিলার সাহায্যের জন্য সুষমা স্বরাজকে টুইট করে জানান যে মহিলা খুব অসহায়,উনি কিভাবে উনার ছেলের দেহ ভারতে নিয়ে যাবেন জানেন না।উনাকে একটু সাহায্য করুন।টুইট পেয়ে সুষমা স্বরাজ ওই এয়ারপোর্টে অবস্থিত ভারতীয় এমব্যাসির দ্বারা সাহায্যের আশ্বাস দেন এবং জানান ইন্ডিয়ান হাই কমিশন এই ব্যাপারে উনাকে সাহায্য করবেন।সুষমা স্বরাজজি ওই মহিলাকে টুইটের মাধমে ছেলের মৃত্যুর জন্য সমবেদনাও জানান।
 

Start typing and press Enter to search