দেখুন কি করে চন্দননগরকে বিশ্বের দরবারে এক স্মার্ট সিটি তৈরী করতে চলেছে ফ্রান্স..

- January 16, 2018
ধরতে গেলে রাজ্য সরকারের একটা ঝটকাও হতে পারে,কারণ কিছুদিন আগেই সরকার চন্দননগরকে হেরিটেজ শহর থেকে বাতিল করেছে।তারপর এমন ঘটনা এখন ফরাসীরা চাই চন্দননগরকে সুন্দর করে সাজাতে চন্দননগর এর গৌরবকে আবার ফিরিয়ে আনতে।সালটা ছিল ১৬৭৩ যখন এই চন্দননগরে ফরাসীরা উপনিবেশ স্থাপন করেছিল।


বলতে গেলে আধুনিক চন্দননগরের গোড়াপত্তন হয়েছিল ফরাসীদের হাত ধরেই।সেই সময় চন্দননগর এর উন্নতি ও প্রগতিশীল শহর সারা ভারতে ছিল না,কিন্তু বর্তমানে চন্দননগর এর অবস্তা খুব খারাপ তার কারণে এখন   ফরাসীদের তৈরি কিছু বাড়ির মেরামতি সম্ভব হলেও এখনও বেহাল দশায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রেজিস্ট্রি বিল্ডিং। এই দিন চন্দননগর কলেজ ও যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্সের যে সব ছাত্র-ছাত্রী এই প্রকল্পের জড়িত ছিলেন তাঁদের হাতে সার্টিফিকেট, ছবি তুলে দেন ফরাসী রাষ্ট্রদূত অ্য়ালেকসান্দ্রে জিয়েগলার।



 

Start typing and press Enter to search