CM যোগীর ছবি নিয়ে কংগ্রেস করলো এই জঘন্য কাজ, আর তারপর যা হল..

- January 12, 2018
দেশের প্রায় প্রতিটি রাজ্যে বিজেপির কাছে মাথা নত করতে হয়েছে কংগ্রেসকে।এমত অবস্থায় কংগ্রেস এতটাই বিভ্রান্ত হয়েগেছে যে তারা এবার নোংরা রাজনীতিতে নেমে এসেছে।এখন জিগনেশর মতো সম্প্রদায়ইক নেতাকে সমর্থন করা হোক বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার করা হোক,কোনো কিছুতেই পিছিয়ে নেই কংগ্রেস।যোগী আদিত্যনাথ যখন থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন,তখন থেকেই কংগ্রেস উনাকে আক্রমণ করা শুরু করেছেন।একথাও অস্বীকার করা যায় না যে যোগী আদিতনাথের সুকাজের জন্য সাধারণ মানুষ উনার দ্বারা খুব প্রভাবিত হয়েছে।আর তাই যখনই যোগী আদিত্যনাথ বিজেপির প্রচারের জন্য নেমেছেন তখনই  সাধারন মানুষকে আদিতনাথের বিরুদ্ধে উত্তেজিত  করার একটাও সুযোগ হাত ছাড়া করেনি কংগ্রেস। কিন্ত এবার কংগ্রেস যা করলো তা সব কিছুর সীমা ছাড়ালো।কংগ্রেস তাদের অফিসিয়াল টুইটের একাউন্ট এ একটা পোস্ট করেছে যেখানে যোগী আদিত্যনাথের মুখ রান্নার কড়াইয়ের মধ্যে রেখেছে এবং লিখেছে আপনি যদি বিজেপি স্টারের প্রচারক তৈরী করতে চান তাহলে এই রেসিপি।
এর প্রতিবাদে সরব হয়েছেন বিজেপি সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ।বিজেপির মূখ্যপাত্র টিজেন্ডর বাগ কংগ্রেসের এই বিশ্রী পোস্ট এর সমালোচনা করে বলেছেন,  "কংগ্রেস এর দ্বারা প্রকাশিত এই ছবির দ্বারা কংগ্রেসের নোংরা মনোভাব প্রকাশ পাচ্ছে।এটা সেই মুঘল মানসিকতা যখন ইসলামের না গ্রহণ করার জন্য মানুষকে গরম জলে পোড়ানো  হতো।"টিজেন্ডর বাগ ছাড়াও অনেক বিজেপি সমর্থকেরা টুইট করে তীব্র নিন্দা জানিয়েছেন।অনেক বলেছেন কংগ্রেস এই নিচ মানসিকতাকে ধিক্কার জানাই।অনেক টুইট করে কংগ্রেসকে ধিক্কার জানিয়ে বলেন,এই পোস্টের জন্য কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত।
 

Start typing and press Enter to search