এবার ত্রিপুরায় সিপিএম পেতে পারে ৪৪.৩ শতাংশ ভোট। বিজেপি ও তার সহযোগীদের ঝুলিতে এবার যেতে পারে ৪২.৮ শতাংশ ভোট। বিজেপি চমক দিতে পারে বামশাসিত এই রাজ্যে। এবার দেখার পালা শনিবার এর ফলাফল।এই ফলাফল দেখে মনে হচ্ছে ত্রিপুরার রং বদল হতে পারে।
নিউজ এক্স সমীক্ষা - বিজেপি- ৩৫ - ৪৫ বাম- ১৪ - ২৩ অন্যান্য - ----
সি ভোটার সমীক্ষা - বিজেপি- ২৮-৩২ বাম- ২৬ - ৩৪ অন্যান্য - -----