ভারত কখনো কাউকে অপমান করে না।ফের প্রমান করলেন প্রধানমন্ত্রী মোদী..

- February 23, 2018

Anandabazar Patrika


প্রধানমন্ত্রী কখনো কাউকে অসন্তোষ করে না তার প্রমান ফের আজ পাওয়া গেল। কানাডার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাস্টিন ট্রুডোকে বুকে টেনে নিলেন।আনুষ্ঠানিক সাক্ষাৎপর্ব মিটতেই আলোচনায় বসবেন দুই দেশের প্রধানমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতে আসার পর থেকেই প্রশ্ন উঠছিল যে ট্রুডোকে সন্মান করেনি ভারত। 


কিন্তু আজ যে ভাবে প্রধানমন্ত্রী মোদী ওনাকে জড়িয়ে ধরে সাগত করেছেন তাতে সেটি এখন এখন ব্রেকিং নিউজ। আনুষ্ঠানিক সাক্ষাৎপর্ব মিটতেই আলোচনায় বসবেন দুই দেশের প্রধানমন্ত্রী, কথা হতে পারে খলিস্তান ইস্যু নিয়েও। ভারত ভ্রমণের অতীত স্মৃতি সুখকর যানান প্রধানমন্ত্রী মোদী।







 

Start typing and press Enter to search