পাকিস্তান মিডিয়ার আজব কীর্তি, দেখুন ভাইরাল ভিডিওটি..

- February 27, 2018

এক নিউজ চ্যানেলের সেটে ক্যামেরার সামনে বসে এক মহিলা ও এক পুরুষ হটাত বিবাদ হয়। 
নিউজ চ্যানেলের ওই পুরুষ সঞ্চালক বলে কী করে এর সঙ্গে বুলেটিন করবো ও বলছে, আমার সঙ্গে কথাই বোলো না তুমি তাহলে আমি কি করে কাজ করবো। 



দেখুন ভাইরাল ভিডিওটি 
 

তোমার যদি কোনও ব্যক্তিগত বিষয় থাকে, তা হলে সেগুলো আমার সঙ্গে আলোচনা কোরো না।এ বার নিউজ রুমের মহিলা সঞ্চালককে বলে কি হয়েছে কি, মহিলাটি বলেন ভদ্র ভাবে কথা বলো, এই কথা শুনে আরো রেগে যায় পুরুষ সঞ্চালক এবং তিনি বলেন কোথায় অভদ্র ভাবে কথা বললাম আমি, তার পর মানে দুই সঞ্চালককে বিবাদ থামাতে অনুরোধ করে যাচ্ছেন। বর্তমানে ভিডিওটি খুব ভাইরাল হচ্ছে। 

 

Start typing and press Enter to search