মোদী যুগে আধার কার্ডের জন্য প্রতিবছর প্রায় ১৭ হাজার কোটি টাকা ভারত সরকারের সাশ্রয় করছে। জানুন পুরো তথ্যটি..

- February 27, 2018

মোদী সরকার আসার পর থেকেই সরকার সবসময় আধার কার্ড এর উপর বেশি নজর দিত এবং তার ফল তাও বেস ভালই পাওয়া গেল।আসল বিসয়টি হলো রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করার ফলে গত তিন বছরে প্রায় ২.৯৫ কোটি জাল কার্ড ধরা পরে, যার ফলে সরকারের রাজকোষে প্রতিবছর প্রায় ১৭ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে।


এই পুরো বিসয়টি জানান ক্রেতা-বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী সি আর চৌধুরি। ই-গভর্নেন্সের একটি অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন, তার সাথে তিনি এও বলেন যে আধার আসার ফলে ভারতের ডিজিটাল দিক থেকে অনেক সাহায্য পেয়েছে এবং অনেক জালিয়াতিও কমেছে, আধার সব জায়গায় যুক্ত হবার ফলে কাজের গতিও আগের থেকে অনেক বেড়েছে। যার ফলে সাধারণ মানুসেরও অনেক সুবিধা বেড়েছে।
 

Start typing and press Enter to search