টাইমস অফ ইন্ডিয়ার উদ্যোগে গ্লোবাল বিজনেস সামিট এবছরও শুরু হয়। আর সেই উপলক্ষ্যে দেশ বিদেশের সব বড়বড় ব্যবসার উদ্যোগপতিরা যুক্ত হন। এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে যোগ দিয়েছেন।
এই সামিট এর মূল বিসয় হলো ব্যবসারকে প্রোমোট করা ও তার সাথে এক আলোচনা সভা। এই সভাকে উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বলেন যারা সাধারণ মানুষের অর্থ নয়ছয় করে তাঁদের ছেড়ে কথা বলা হবে না। ১১,৪০০ কোটি টাকার পিএনবি কেলেঙ্কারিকে ইঙ্গিত করেই এই কথা বলেন।
তিনি বলেন ভারত এখন বিশ্বের মধ্যে সবথেকে বেশি দ্রুত গতিতে অর্থনৈতি নিয়ে চলা দেশ, এই দেশে যে যে কোম্পানি আসবে তারা খুব ভালো করে কাজ করতে পারবে। এই সামিটে যুক্ত ছিলেন সম্মেলনের স্পিকার ভারতের নীতি-আয়োগের সিইও অমিতাভ কান্ত ও ভারতীয় বিনোদন শিল্পের অন্যতম উদ্যোগপতি শাহরুখ খান ও একতা কাপুর।