চীন নিজে চায়না শান্তিতে থাকতে এই কারণে এমন অশান্তি জিইয়ে রাখতে চিন সাহায্য করছে পাকিস্তানকে। পাকিস্তান ছায়াযুদ্ধ চালাচ্ছে এবং তার অঙ্গ হিসাবে বাংলাদেশ থেকে পাকিস্তান এর জঙ্গি ঢুকছে ভারতে। এমনই দাবি করলেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের।
তিনি বলেন বাংলাদেশের পশ্চিমের প্রতিবেশীর কারণে প্ল্যানমাফিক অভিবাসন চলছে। ওরা ছায়াযুদ্ধ চালিয়ে সবসময় চেষ্টা করে যায় যাতে এই অঞ্চলটা দখল হয়ে যায় এবং অশান্তি বাঁধিয়ে রাখতে চিনের সমর্থন ও পাচ্ছে ওরা। তিনি আরো বলেন, সরকার উত্তরপূর্বের দিকে নজর সঠিক দৃষ্টিভঙ্গি রেখেছে যদি তেমন কিছু হয় তাহলে ভারত ও ছাড়বে না পাকিস্তান ও চীনকে।