দেশের জন্য প্রাণ দিতে পারে আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ),দেশের জন্য ঝাঁপানোর প্রস্তুতি নিতে সেনাবাহিনীর যেখানে ছ’ থেকে সাত মাস লেগে যায়, তাঁর সঙ্ঘসেবকরা সেটা তিন দিনের মধ্যে করে দিতে পারে।আরএসএস কর্মীদের সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘আমরা কোনও সেনাবাহিনী নই, যদি আমাদের দেশের প্রয়োজন পড়ে এবং সংবিধান অনুমতি দেয় তাহলে সঙ্ঘ তার বাহিনী তৈরি করতে পারে তিন দিনের মধ্যে, যেটা সেনাবাহিনীর ছয় থেকে সাত মাস লেগে যায়।তার পর থেকেই এই মন্তব্য ঘিরে তীব্র সমালোচনার ঝড় উঠেছে দেশ জুড়ে।পাল্টা বিবৃতি দিয়ে আরএসএস-এর দাবি, অপব্যাখ্যা করা হচ্ছে ভাগবতের মন্তব্যের।
মোহন ভাগবত - দেশের জন্য প্রাণ দিতে পারে আরএসএস। তারপর দেখুন..
