পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুকুলের নতুন ম্যাজিক চাপে তৃণমূল..

- February 27, 2018

পঞ্চায়েত নির্বাচন নিয়ে সব দল এখন থেকেই কাজ শুরু করে দিয়েছে। মুকুলের চমক এবার বিজেপিতে, এবার মুকুল রায়কে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল রাজ্য বিজেপি। গতবছর তৃণমূল কংগ্রেস ছেড়ে  বিজেপিতে যোগ দেন মুকুল রায়।
 

জানা গিয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই থেকে শুরু করে কীভাবে প্রচার সব সিদ্ধান্ত নেবেন মুকুল রায় যানান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন মুকুল বাবুর উপর আমাদের ভরসা আছে উনি যেটা করবেন দল ও সাধারণ মানুস এর কথা ভেবেই করবেন।

গত কয়েক বছরে, রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে নিজের দখল আরও মজবুত করেছে বিজেপি। এবং এই পঞ্চায়েত নির্বাচনে প্রথম স্থান অধিকার করতে চায় বিজেপি। পঞ্চায়েত নির্বাচন জিতে এক নতুন বাংলা গড়তে চায় বিজেপি। আর এখন দল এর নতুন চাবিকাঠি হলো  মুকুল রায়।

 

Start typing and press Enter to search