আর্থিক জালিয়াতি করে বিদেশে পালিয়ে বাঁচার পথ বন্ধ এবার এক নতুন কড়া আইন মোদী সরকারের...

- February 27, 2018
 

বিজয় মালিয়া, ললিত মোদী থেকে নীরব মোদী মতো আর কেউ পারবে না দেশ থেকে পালাতে। কোটি কোটি টাকা জালিয়াতি বন্ধ করতে এবার মোদী সরকার নিয়ে আসছে এক নতুন আইন। নতুন এই আইন অনু‌যায়ী, আর্থিক দুর্নীতিতে যুক্তদের দেশে ফেরানো না ‌গেলে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বকেয়া অর্থ উদ্ধার করতে পারবে সরকার। 


এই আইন আসবে মার্চেই সংসদের অধিবেশনে পেশ করা হবে ‘দ্যা ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স বিল’ নামে একটি বিল থেকে। এই নতুন বিল অনুযায় কেউ যদি কোনও আর্থিক অপরাধ করে বিদেশে পালিয়ে যায়, সেক্ষেত্রে তাকে পলাতক আর্থিক অপরাধী বলে গণ্য করা হবে এবং আর্থিক জালিয়াতি, কর ফাঁকি, নথি জাল, ঋণ খেলাপি টাকা ফেরত না দেওয়া একাধিক বিষয় আছে নতুন এই আইন,এবং ১০০ কোটি টাকার বেশি হলে, কেবল তখনই তা ‘দ্যা ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স বিল’-এর আওতায় পড়বে।



 

Start typing and press Enter to search