সুপ্রভাত ডিজিটাল: আজ সকালে ঘটলো এক ঘটনা বচ্চন পরিবারে। হটাত অসুস্ত হয়ে পড়েন অমিতাভ বচ্চন। টাইমস নাও এর সূত্রের খবর থেকে জানা যায় আজ ভোরে অমিতাভ তাঁর ব্লগে লেখেন, শরীর ভাল নয়, আগামীকাল সকালে চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন তিনি।
*****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******
24 Ghanta