বিজেপি চাপে তৃণমূল কংগ্রেস এবার একসাথে..

- March 09, 2018

সুপ্রভাত ডিজিটাল:     ফের বিজেপির চাপে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পঞ্চম আসনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করছে মমতা। এমনটাই বলেন নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে সভায় ঘোষণা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।



নিজেরা প্রার্থী না দিয়ে বামেদের সমর্থন করা হবে, এমন প্রস্তাব খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীই দিয়েছিলেন। কিন্তু, কংগ্রেসের সমর্থন নিতে সিপিএম নারাজ। তাই নিজেদের প্রার্থী ঘোষণা করে প্রদেশ কংগ্রেস। পাঁচটি আসনে নির্বাচন হচ্ছে বাংলায়।বিজেপির বিরুদ্ধে কংগ্রেস ও বামেদের সক্রিয় হতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক দিন ধরে যে ভাবে বার বার মুখ খুলছিলেন তা থেকে বোঝা যাচ্ছে মমতা চাই তৃণমূল কংগ্রেস ও বাম এক সাথে হয়। 

বর্তমান সময় রাজ্যে যে ভাবে বিজেপি তার দল শক্ত করছে তাতে সব দল এর চিন্তা আরো বেড়ে যাচ্ছে। ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিপুল জয় এর পর বিজেপি এ রাজ্যেও পড়তে চলেছে নতুন সরকার, দাবি গেরুয়া শিবিরের।
 

Start typing and press Enter to search