বিরোধীরা আজ অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি করে করে মোদি সরকারকে ঘিরে ফেলতে চাইছে। কংগ্রেসের দাবি ৪ বছরের মোদি সরকার দেশে কিছু কাজ করেনি আর সেই জন্যেই ওই অনাস্থা প্রস্তাব। যদিও পরিসংখ্যান দেখলে পরিষ্কার বোঝা যায় যে বিরোধীরা সকলে এক হয়ে গেলেও মোদী সরকারের বিরুদ্ধে টিকতে পারবে না। এর মধ্যে আরো একটা খবর সামনে এসেছে যে শিব সেনা মোদী সরকারের পক্ষেই থাকবে। কেন্দ্রের সংখ্যা লঘু মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি জানান কংগ্রেস নিজের পায়ে নিজে কুড়ুল মারছে। কংগ্রেস সংসদে বহুবার আউট হয়েছে আর এবারেও কংগ্রেস হিটউইকেট হবে।
নাকভি বলেন সোনিয়া গান্ধীর কাছে জনগণিত, অংকগণিত কিছুই নেই। আজ সাংসদে কংগ্রেসের পর্দাফাঁস হবে বলে দাবি নাকভির। অনেকের দাবি কংগ্রেস শুধু শুধু সংসদের সময় ও অর্থ নষ্ট করছে। অন্যদিকে প্রশ্ন এটাও উঠে এসেছে যে আজ কি সাংসদে ভূকম্প হবে? এর কারণ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর দাবি ছিল যদি তাকে সাংসদে বলতে দেওয়া হয় তাহলে ভূকম্প চলে আসবে এবং মোদীজি দাঁড়িয়ে থাকতে পারবেন না। ব্যাপারটা হাস্যকর হলেও রাহুলের বক্তব্য নিয়ে সুযোগ উঠাচ্ছে বিজেপি। আপনাদের জানিয়ে রাখি আজ সাংসদে কোনো লাঞ্চ ব্রেক হবে না আজ ননস্টপভাবে চলবে সাংসদ এবং একই সাথে শোনাযাবে বড় বড় বক্তব্য।
from India Rag https://ift.tt/2uBVY75