Video:প্রধানমন্ত্রীকে অসম্মান করায় রাহুল গান্ধীকে তীব্র বকাবকি করলেন সুমিত্রা মহাজন।

- July 21, 2018

গতকাল রাহুল গান্ধী মোদী সরকারের উপর আক্রমণ করার সময় এমন কিছু করে বসেন যা পুরো দেশকে চমকে দেয়। আসলে রাহুল গান্ধী মোদী সরকারকে আক্রমণ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চলে যান এবং উনাকে গলা মিলিয়ে নেন। এই ঘটনাটি রাহুল গান্ধী এতটাই দ্রুততার মধ্যে করেন যে দেখেই বোঝা যাচ্ছিল পুরোটাই সাজানো নাটক। রাহুলের এই কান্ড দেখে অবাক হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শুধু এই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে গলা মেলানোর পর আসনে বসে কংগ্রেসের এক সাথীকে চোখ মারেন রাহুল গান্ধী। যাতে সম্পুর্নভাবে পরিষ্কার হয়ে যে পুরোটাই রাহুল গান্ধীর নাটক ছিল।

আপনাদের জানিয়ে দি, রাহুল গান্ধীর এই ঘটনায় খুবই ক্রোধ প্রকাশ করেন স্পিকার সুমিত্রা মহাজন।
মহাশয়া সুমিত্রা মহাজন বলেন রাহুল যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে গিয়ে গলায় জড়িয়ে ধরেন তা এই সদনের গরিমাকে নষ্ট করছে। রাহুলের মনে রাখা উচিত যে নরেন্দ্র মোদী যেখানে বসে ছিলেন সেটা কোনো ছোট আসন নয়। রাহুল নরেন্দ্র মোদিকে নয় প্রধানমন্ত্রীকে অসম্মান করেছেন। আমি রাহুলের কোনো ব্যাক্তিগত শত্রু নয়, রাহুল আমার ছেলের মতো তাই আমি একজন স্পিকার হিসেবে রাহুলকে এটা বললাম। দেখুন ভিডিও-

 



from India Rag https://ift.tt/2JH4XIQ
24 ghanta
 

Start typing and press Enter to search