আজ সাংসদে মোদী সরকারের বিরুদ্ধে অবিশ্বাস প্রস্তাবে জমজমাট তর্কবিতর্কের লড়াই বেঁধেছিল বিজেপি ও কংগ্রেসের মধ্যে। কংগ্রেস মোদী সরকারের বিরুদ্ধে তেমন কোনো শক্তিশালী অভিযোগ আনতে না পারলেও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আজ কোনো ভুল না করেই তার সম্পূর্ন ভাষণ শেষ করেছিলেন। অবশ্য ভাষণে ভুল না করলেও কিছু বোকা বোকা কথা বলে পুরো সদনকে হাসিয়েছিলেন। সব থেকে বড় ব্যাপার এই যে রাহুল গান্ধী সদনে নিজেকে কৃষক দরদী, যুবক দরদী বলে দাবি করেও ভাষণ শেষ তার সঙ্গীসাথীদের চোখ মেরে গম্ভীর বিষয়কে মজায় পরিণত করেন।
আর এই বিষয়ের উপর ডিবেট করি আজ আজটাক চ্যানেলে উপস্থিত ছিলেন বিজেপির প্রবক্তা সম্বিৎ পাত্র। আজ ডিবেটের সম্বিৎ পাত্রকে জিজ্ঞাসা করা হয় যে তিনি রাহুল গান্ধীকে আজকের ভাষণের জন্য কত অঙ্ক দেবেন? এর উত্তরে সম্বিৎ পাত্র বলেন যে তিনি রাহুল গান্ধীকে ‘শুন্য’ দেবেন। এর কারণ এই যে রাহুল গান্ধী ভাষণে বড় বড় কথা বললেও উনি চোখ মেরে বুঝিয়ে দেন যে পুরোটাই ভুয়ো নাটক ছিল। দেখুন সেই ডিবেট-
from India Rag https://ift.tt/2mwDBMB