এবার রাজ্যসভার তৃনমূল সংসদ কে ডি সিংহ এর বিরুদ্ধে উঠল টাকা জালিয়াতির অভিযোগ। সেই টাকার পরিমান ৬৮৪ কোটি। তিনি একজন ব্যবসায়ী, সেখান থেকে তার রাজনীতিতে পদার্পণ তৃণমূলের হাত ধরে। তারপর তিনি হয়ে যান তৃনমূলের রাজ্যসভার সংসদ। এক সংবাদ মাধ্যমের খবরের সূত্র অনুযায়ী, সেবি সংস্থার পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয় কে ডি
সিংহের বিরুদ্ধে।
সেই সাথে একটি হলফনামা দাখিল করা হয়েছে কলকাতা হাইকোর্টে বিশেষ ডিভিশন বেঞ্চে। তাদের দাবি যে চিটফান্ডের নাম করে কে ডি সিংহ ৬৮৪ কোটি টাকা আদায় করেছে এবং সেই সব টাকা কে ডি সিংহ ও তার সহযোগীরা পাচার করে দেন।
সেবির তরফে আরও দাবি করা হয়েছে যে, আন্তর্জাতিক স্তরে পরিচিত আছে এমন এক প্রভাবশালী ব্যাবসায়ী কে ডি কে সাহায্য করে। সেই সাথে গ্রিস, ইউরোপ প্রভৃতি নানা দেশে সম্পত্তি আছে তৃনমূলের এই রাজ্য সভার সদস্যের। তিনি নানা জায়গাতে বাড়ি করে রেখে দিয়েছেন। সেই সাথে রাজ্যসভার এই সাংসদ চেষ্টা করছেন বিভিন্ন দ্বীপে সম্পত্তি কেনার।
এমনকি সেবি অভিযোগ করেছেন যে কলকাতার বিভিন্ন জায়গাতেও তার ২৫০ কোটি টাকার বেনামি সম্পত্তি রয়েছে। অর্থাৎ আবার একবার তৃনমূলের সংসদের জালিয়াতির ছবি সবার সামনে এল।
#অগ্নিপুত্র
The post ৬৮৪ কোটি টাকার জালিয়াতির অভিযোগ তৃনমূলের এই রাজ্যসভার সদস্যের নামে। appeared first on India Rag.
from India Rag https://ift.tt/2LNbNm2
24 ghanta