ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু (Benjamin Netanyahu) নির্বাচনের ঠিক আট দিন আগে প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী (Narendra Modi) এর সাথে দেখা করতে ৯ সেপ্টেম্বর এক দিবসিয় ভারত সফরে আসছেন। ইতিহাস গড়ে ইসরাইলে সবথেকে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু (Benjamin Netanyahu) রাজনৈতিক জীবনের সবথেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী আগামী ৯ সেপ্টেম্বর মাত্র কয়েক ঘণ্টার জন্য ভারতে আসছেন। ওই কয়েক ঘণ্টার মধ্যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন। সাক্ষাতের সময় এখনো কোন গুরুত্বপূর্ণ বৈঠক নেই, কিন্তু আগামী দিনে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হতে পারে দুই দেশের মধ্যে। সংবাদ সংস্থা PTI অনুযায়ী, দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে একটি ব্যাবসায়িক বৈঠক হতে পারে।
উনি লেখেন, জেরুজালেম এর প্রধানমন্ত্রী কার্যালয়ের সুত্র থেকে জানা যায় যে, নেতানইয়াহু দিল্লীতে নিজের সমকক্ষী নরেন্দ্র মোদীর সাথে দেখা করে নির্বাচনে জয় হাসিল করে নিতে চান। নেতানইয়াহু ভারতে আসবেন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন, ছবি তুলবেন এবং এই সফরকে ইজরায়েলের সুরক্ষা আর আর্থিক স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ বানাবেন।