এবার কংগ্রেস পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পর এবার ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ঘোটালা। আসল ঘটনাটি হলো পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমার্নার সিং,ওনার জামাই এর বিরুদ্ধেই এমন অভিযোগ উঠলো।
যে কৃষকদের টাকা দেওয়ার কথা বলা হয়, তাঁদের প্রত্যেকের নাম জমা দেওয়া হয় ব্যাঙ্কে। এবং কেওয়াইসিও করা হয়। চাষিদের নামে নেওয়া সব টাকাই নিয়ে নেয় সুগার্স কোম্পানি। বর্তমানে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স সিবিআইকে তদন্ত জন্য অনুরোধ করে এবং সিবিআই এই মাবলাটি নিয়ে তদন্ত শুরু করে।