ভাইচুংকে বিজেপি স্বাগত জানিয়ে তৃণমূলকে দিল এক নতুন চমক..

- February 26, 2018

ভাইচুং নিয়ে এখন রাজনীতি চরমে, সব রাজনৈতিক দল চায় ভাইচুং তাদের দলে যুক্ত হয়। কিন্তু ভাইচুং কোন দলে যুক্ত হবে সেই নিয়ে জল্পনা এখন চরমে। গোর্খাল্যান্ডের দাবি যখন উঠেছিল সেই সময় ভাইচুং বলেন আলাদা গোর্খাল্যান্ড হলে পাহাড়ে শান্তি আসবে।


তৃণমূল ছেড়ে দেবার পর ভাইচুংকে পেতে সবাই চাইছে কিন্তু ভাইচুং যোগ দিতে পারে বিজেপিতে এমনটাই জানা যায় কিছু সুত্র থেকে। এই বেপারটিকে বল দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু ও সর্বভারতীয় সম্পাদক রাহুল সিংহ, দল ছাড়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু ভাইচুংকে বিজেপিতে স্বাগত জানান এবং বিজেপির সর্বভারতীয় সম্পাদক রাহুল সিংহও বলেন আসতে চাইলে ওঁর মতো দেশবরেণ্য ফুটবলারকে আমরা নিশ্চয়ই স্বাগত জানাব।

ওঁকে পেলে বিজেপি ও দেশের লাভ হবে।এমনকি এও জানা যায় তিনি বিজেপিতে যুক্ত হবার জন্যই তিনি তৃণমূল ছেড়ে দেবার সিধান্ত নেন। অনেক জায়গায় তৃণমূল এর সাথে তার মত মেলেনি যেমন নোটবন্দী ও গোর্খাল্যান্ড দাবিতে তিনি দল এর বিরুদ্ধে গিয়ে বলেন তার জন্য দল তার উপর ভরসা ঠিক করতে পারিনি।

 

Start typing and press Enter to search