পঞ্চায়েত নির্বাচনে অহিংসার পথ অনুব্রতর (কেষ্ট), এবার অস্ত্র মহিলারা !! দেখুন ভিডিওটি ..

- February 11, 2018


এবার সব রাজনৈতিক দল এর চিন্তা হলো পঞ্চায়েত নির্বাচন।এই ভোট সবথেকে বড় চিন্তা হলো তৃণমূলের, কারনটা খুবই সোজা সেটা হলো যথাযত টক্কর দিচ্ছে বিজেপি,তাই এবার মহিলা অস্ত্র নিয়ে মাঠে নামতে চায় তৃণমূল। এমনটাই জানা গেল অনুব্রত মণ্ডল (কেষ্ট ) মুখ থেকে। তিনি বলেন আগামী পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার সময়ে সামনের সারিতে মহিলাদের রাখা হবে। একটি একটি মিছিলে আড়াই থেকে তিন হাজার মহিলা প্রতিটি মিছিলের সামনে থাকবেন। তাঁদের পিছনে থাকবেন পুরুষরা। নিজের দলের মহিলা ব্রিগেডকে অস্ত্র করেই এই পরিকল্পনা করতে চায় অনুব্রত মণ্ডল (কেষ্ট )। 


 

Start typing and press Enter to search