দেখুন কিভাবে এক মুসলিম দম্পতি তার সন্তানকে হিন্দু মতে বিয়ে খবরের শিরোনামে..

- February 12, 2018


কিছু মানুস আছে  যারা শুধু ধর্ম ও মাজাফ নিয়ে আসে কিন্তু তার মধ্যে এখনও কিছু মানুস আছে যারা শুধু নিজেদের কথা ভাবে না দেশের কথাও ভাবে,তার প্রমান পাওয়া গেল আজ,বছর বারোর রাকেশ রাস্তোগিকে দত্তক নিয়েছিলেন মইনুদ্দিন তিনি কখনও তিনি তাঁর দত্তক নেওয়া সন্তানের ধর্ম নিয়ে মাথা ঘামাননি, নিজের সন্তানদের সঙ্গে কথনও আলাদা করেননি রাকেশকে। সবথেকে আনন্দের  কথা এই বাড়িতে হোলি, দীপাবলী পালন করা হয়।এক মুসলিম পরিবারে নিজের মতো করে ধর্মাচরণ করে বেড়ে উঠে অভিভূত রাকেশ। তিনি বলেন কোনও অসুবিধা হয়নি সব সময় পরিবারকে আমি  আমার পাসে পেয়েছি।



 

Start typing and press Enter to search