তৃণমূল ছাড়লেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক ভাইচুং ভুটিয়া। তৃণমূলে তাঁকে তেমন গুরুত্বও দেওয়া হচ্ছিল না। সেই কারণেই কি এমন সিধান্ত? সোমবার সকাল ৯টা ২৭ মিনিটে টুইট করেন এবং যানান আজ তৃণমূলের সদস্যপদ-সহ যাবতীয় পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিলাম।
আমি ভারতের আর কোনও রাজনৈতিক দলের সদস্য রইলাম না। এমন মন্তবের পর বাংলার রাজনীতিতে ঝর উঠে আসে যার ফলে সবাই জানতে চায় কেন ভাইচুং ভুটিয়া এমন সিধান্ত নিলেন তার মানে কি তিনি রাজনীতি ছাড়ছেন না অন্য কোনো দলের সাথে যুক্ত হবার জন্য এমন সিধান্ত।
এর প্রথম কারণ হলো ওনাকে তৃণমূলে তাঁকে তেমন গুরুত্বও দিত না এমনকি উনিও অনেক সময় দলের বিরুদ্ধে কথা বলতেন,যেমন তিনি নোট বন্ধীকে সমর্থন করেছিলেন এবং তিনি যখন পাহাড় জলছে তখন ও তিনি গোর্খা সমর্থনে দাড়িয়ে ছিলেন। এই সব কারণের জন্যই কি দল থেকে চাপ এর ফলে এমন সিধান্ত না অন্য কিছু ?