এবার মমতার সততা নিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা মুকুল রায় যা বললেন…

- July 22, 2018

ভারতবর্ষের দিকে দিকে এখন সব দল থেকে বিজেপিতে ব্যাপকহারে যোগদান করছেন সাধারণ মানুষ। সম্প্রতি বালুরঘাট শহর থেকে বিরোধী দল থেকে অনেক কর্মীরা বিজেপিতে যোগদান করলেন। বালুরঘাট শহরে কংগ্রেস ও বামফ্রন্ট ছেড়ে আসা নেতৃত্বদের নিয়ে বেসরকারি একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় দল বদলের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকুল রায় ও কৈলাস বিজয় বর্গীয়। সেখানে ছিলেন একাধিক কংগ্রেস ও বামপন্থী নেতা কর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন নীলাঞ্জন রায় যিনি জেলা কংগ্রেস সভাপতি তারা সকলেই সেই অনুষ্ঠানে বিজেপিতে যোগদান করেন। নয় বারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী এই দিন এনডিএ কে সমর্থন করে নিজের হাতে বিজেপির পতাকা তুলে নেন।

এই দিন মমতার সততার প্রতীক নিয়ে কটাক্ষ করবার পাশাপাশি চ্যালেঞ্জও ছোড়েন মুকুল রায়। তিনি বলেন যে আগে ২০০৯ সালে রাজ্যের যেখানে সেখানে মমতার বড় বড় হোর্ডিং এর নীচে লেখা থাকতো সততার প্রতীক। কিন্তু এখন আর দেখা যায় না সেইসব হোর্ডিং কারন তার দলের লোকেরা এখন এতটা পরিমানে দুর্নিতির সাথে যুক্ত হয়ে পরেছেন যে এখন তার ভয় হয় এই সব শব্দ লিখতে। সেই সব নানান কারনেই এখন তার ছবির নিচে থেকে সেই সব শব্দ উঠে গেছে। তিনি চ্যালেঞ্জের শুরে বলেন যে যদি কোনো ব্যাক্তি সেই আগের মত হোর্ডিং এখন দেখাতে পারেন তাহলে তাকে আমি পুরস্কৃত করব।

#অগ্নিপুত্র



from India Rag https://ift.tt/2LrQQw2
24 ghanta
 

Start typing and press Enter to search