শ্রাবণ মাস আসার সাথে সাথে বাবার(ভোলেনাথ) দর্শন ও ভগবান শিবের মাথায় জল ঢালার জন্যে ভক্তদের মধ্যে উৎসাহ চরমে পৌঁছে যায়। আর উত্তরপ্রদেশেও সেই নিয়মের ব্যাতিক্রম হয় না। আপনাদের জানিয়ে রাখি উত্তরপ্রদেশে ভগবান শিবের মাথায় জল ঢালার জন্য কাবাড় যাত্রা করে শিবভক্তেরা। কিন্তু যোগী সরকার আসার আগে অর্থাৎ অখিলেশ ও মায়াবতীর আমলে সরকার শিবভক্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তো দূর বরং সংখ্যালঘু তোষণের জন্য সরকার শিবভক্তদের নানা সমস্যায় ফেলতো। অখিলেশ ও মায়াবতীর আমলে শিবভক্তদের অন্য সম্প্রদায়বহুল এলাকা দিয়ে যেতেও বাধা দান করত এবং বিনা কারণে পুলিশ ভক্তদের উপর লাঠিচার্জ করতো।
এমনকি শিবভক্তদের DJ বাজানো উপরেও নিষিদ্ধ করে দিয়েছিল আগের সরকার। কিন্তু যোগী সরকার আসার পর থেকে হিন্দুদের উপর লাগানো সমস্ত রকমের লাগাম সরানো হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ ঘোষণা করেছেন যে শিবভক্তরা যেকোনো এলাকা দিয়ে পদযাত্রা করতে পারে এবং তার জন্য পুলিশ তাদের সুরক্ষা প্রদান করবে। যোগীজি আগের সরকারকে কটাক্ষ করে বলেন , ‘কোনো বাজনা বাজবে না তাহলে সেটা কাবাড় যাত্রা না শব যাত্রা?’ যোগীজি বলেন, এই বছর কাবাড় যাত্রার জন্য সমস্ত রকমের সুব্যবস্থা করা হবে। পদযাত্রার রাস্তায় মেডিক্যাল টিম ও পুলিশ নিযুক্ত করা হবে, এমনকি পুলিশ শিবভক্তদের উপর ফুল ছোড়াবে বলেও জানান যোগী আদিত্যানাথ। দেখুন যোগীজি বক্তব্য-
from India Rag https://ift.tt/2LiFuLK