পরশু দিন বিরোধীদের অবিশ্বাস প্রস্তাবের জন্য সাংসদে ১২ ঘন্টা ধরে চলে অভিযোগ অনাভিযোগের পক্রিয়া। যদিও শেষমেষ ভোট সংখ্যার অভাবে পড়ে যায় বিরোধীদের অনাস্থা প্রস্তাব। সদনে কি হচ্ছে , মোদীজি কি ভাষণ দিচ্ছেন তার উপর নজর রাখার জন্য পুরো দেশে উৎসাহ ছিল। তবে শুধু দেশে নয়, দেশের বাইরেও অর্থাৎ বিশ্বের অনন্যা দেশের লোকজনও সদনের উপর নজর রেখেছিল। বিশেষ করে পাকিস্থানে প্ৰধানমন্ত্রীর ভাষণ নিয়ে খুব উৎসাহ ছিল। গুগল ট্রেন্ডস এর সার্ভে থেকে জানা গিয়েছে যে সদনে প্রধানমন্ত্রী ভাষণের উপর পাকিস্থানিদের উৎসাহ চরমে ছিল।
সূত্রের খবর, ভারতের থেকে অনেক বেশি লোক প্রধানমন্ত্রীকে সার্চ করছিলেন। সার্ভে অনুযায়ী প্রধানমন্ত্রী এর ভাষণের জন্য ভারতে ৫৯% সার্চ বেড়েছিল সেই জায়গায় পাকিস্থানে ৬৭% বৃদ্ধি পেয়েছিল। এছাড়াও আরো বেশকিছু গুরুত্বপূর্ন বিষয় সামনে এসেছে। জানা গিয়েছে অস্ট্রিয়া, জাপান,জার্মানি,কানাডা,কাতার, সৌদি আরব ব্রিটেন,আমেরিকা ,সিঙ্গাপুর ও নেপালের মতো দেশ গুলিও প্রধানমন্ত্রীর ভাষণ দেখার জন্য সার্চ করছিলেন। বিদেশের মানুষ জন প্রধানমন্ত্রীর ভাষণকে সবথেকে বেশি নরেন্দ্র মোদি, মোদি , মোদি রাহুল, মোদী টুডে লিখে সার্চ করছিলেন। এর থেকে পরিষ্কার কে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা শুধু ভারতে নয় গোটা বিশ্বে প্রসিদ্ধ।
from India Rag https://ift.tt/2mB3kDG