ধৰ্মনিরপেক্ষতা পালনের আড়ালে দিন দিন পশ্চিমবঙ্গের (West Bengal) পরিস্থিতি কোন দিকে এগিয়ে চলেছে তা নিয়ে বার বার প্রশ্ন উঠছে। বাংলাদেশ ও পাকিস্তানের মতো এখন পশ্চিমবঙ্গের সরস্বতী পুজোর অধিকারকে দমন করার চেষ্টা চলছে। সম্প্রতি উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া থেকে এমন ঘটনা সামনে এসেছে। যেখানে একটা স্কুলের ছাত্র ছাত্রীরা সরস্বতী পুজো চালু করার দাবিতে রাস্তায় নেমেছিল। প্রায় ৮ বছর ধরে বন্ধ থাকা সরস্বতী পুজো চালু করার দাবিতে পথ অবরোধ করেছিল ছাত্র ছাত্রীরা। কিন্তু বিষয়টি মোটেই এলাকার কট্টরপন্থীদের পছন্দ হয়নি। যার কারণে নিরীহ ছাত্রছাত্রীদের উপর আক্রমন চালিয়ে দাবি দমনের চেষ্টা চলে।

বিকেল হতেই কট্টরপন্থীরা ছাত্র ছাত্রীদের দিকে ইট,পাটকেল ছুঁড়তে থাকে। বেশকিছু ছাত্র ছাত্রীকে মারধরও করে সরস্বতী পুজো বিরোধী এই কট্টরপন্থীরা। সন্ধ্যার দিকে কট্টরপন্থীরা সশস্ত্রে হাজির হয়ে যায়। এরপর দুটি বাড়িতে অগ্নিসংযোগ করে। প্রায় ১৫ টি বাড়ি ভাঙচুরও করে এই কট্টরপন্থীরা।

বাংলাদেশে কট্টরপন্থীরা যেভাবে উপদ্রব করে ঠিক একইভাবে চলে উপদ্রব। ঘটনা নিয়ে এলাকার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে সরস্বতী পুজো চালু হবে কিনা সেই ব্যাপারে এখনও কোনো আশ্বাসন পাওয়া যায়নি।
from India Rag https://ift.tt/2RP6xP4